জামায়াত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ১৪ দল ।
সোমবার (২৯ জুলাই) রাতে গণভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে রাতে গণভবনের গেটে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
এ সময় জোটের কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, ১৪ দলের সভায় আমরা জামাত-শিবির কে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে । এখন এটি বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
এ সময় ১৪ দলের কেন্দ্রীয় নেতা জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।