কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ভার্সিটি ছাত্র ঝিকরগাছার জাবিরের মৃত্যু

আগের সংবাদ

জম্মু-কাশ্মীরে গোলাগুলি: ভারতীয় সেনা ও পাকিস্তানি নিহত

পরের সংবাদ

উপশহর কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ শিক্ষা বোর্ডের

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৭, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ

এইচএসসি পরীক্ষা চলাকালে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় যশোর উপশহর ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ করা হয়েছে। তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পরীক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে।

বোর্ড সূত্র জানায়, গত ৯ জুলাই এইচএসসির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা চলাকালে উপশহর ডিগ্রি কলেজে দেবাশীষ ও রণজিত নামে দুই কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা এ ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অভিযোগ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে ১০ জুলাই ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ করা হয়।

এ বিষয়ে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার ২০ মিনিট পরও উত্তরপত্র জমা দিচ্ছিল না। তাদের কাছ থেকে খাতা নেয়ার জন্য হয়তো একটু বকা দিতে পারে অভিযুক্ত কক্ষ পরিদর্শক। দেবাশিষ নামের কেউ কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেননি। প্রভাষক রণজিৎ নামে এক কক্ষ পরিদর্শকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ বলেন, উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ করা হয়েছে। শোকজের জবাবের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়