ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত : বাইডেন

আগের সংবাদ

সর্বজনীন পেনশন স্কীম প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ইবি শিক্ষকদের কর্মবিরতি

পরের সংবাদ

ফুটবলের দু’টি বড় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা শেষের পথে

ইউরো ও কোপা আমেরিকা শেষের পথে

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ , ৫:৫৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৩, ২০২৪ , ৫:৫৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিবেদক

 

ফুটবলের দু’টি বড় আসর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা শেষের পথে । সেমিফাইনালের পর্ব পেরিয়ে এখন শিরোপা নির্ধারণী ম্যাচ হওয়ার অপেক্ষায়।

গত বুধবার বাংলাদেশ সময় রাত একটায় ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে নির্ধারিত হয়েছে ইউরোর ফাইনালের দু’দল। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পা দিয়ে রেখেছিল স্পেন। আর রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে স্পেনের সঙ্গী হয়েছে ইংল্যান্ড।

জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি হবে রোববার (১৪ জুলাই) দিবাগত রাত একটায়। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে

অন্যদিকে, কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) ভোর ছয়টায় যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দু’দল।

ইউরোর সময়সূচি (বাংলাদেশ সময়) : ১৪ জুলাই, স্পেন বনাম ইংল্যান্ড, দিবাগত রাত ১টা, অলিম্পিয়াস্টাডন স্টেডিয়াম।

কোপা আমেরিকার সময়সূচি (বাংলাদেশ সময়): ১৫ জুলাই, আর্জেন্টিনা বনাম কলম্বিয়া, ভোর ৬টা, হার্ড রক স্টেডিয়াম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়