মেহের আফরোজ শাওন ১৭ বছর পর সিনেমায় ফিরছেন

আগের সংবাদ

রামপালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার

পরের সংবাদ

সিলেটে কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক ৫

কোটি টাকার ভারতীয় চিনিসহ আটক ৫

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪ , ৬:১২ অপরাহ্ণ আপডেট: জুলাই ১১, ২০২৪ , ৬:১২ অপরাহ্ণ

রূপান্তর প্রতিবেদক

 

শুল্ক ফাঁকি দিয়ে সিলেটে ভারত থেকে চোরাই পথে আসা ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনি বোঝাই ছয়টি ট্রাক আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ সময় জড়িত ৫ জনকেও আটক করা হয়।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহপরান থানা এলাকা থেকে ট্রাকগুলো আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ সময় গোয়েন্দা পুলিশ পাঁচজনকে আটক করেছে।

তিনি আরও বলেন, আটককৃত চিনির পরিমাণ, আটককৃতদের নাম-ঠিকানাসহ সকল তথ্য পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়