শত কোটি ডলার অর্থনৈতিক সহায়তা দেবে চীন

আগের সংবাদ

ঘোড়াঘাটে হাটে গরু বিক্রি করতে এসে ট্রাক-নসিমন সংঘর্ষ

পরের সংবাদ

অবৈধ মোবাইল সিম ও ভিওআইপি সরঞ্জামাদি সহ গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থেকে ভিওআইপি ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১১, ২০২৪ , ৫:১৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ১১, ২০২৪ , ৫:১৯ অপরাহ্ণ

রুপান্তর প্রতিনিধি, ঢাকা

রাজধানীর বাড্ডা থেকে অবৈধ মোবাইল সিম ও ভিওআইপি সরঞ্জামাদি সহ মো. রাজু (৩৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০টি ভিওআইপি সিম বক্স, পাঁচ হাজার ৫০টি সিম, ছয়টি পেন ড্রাইভ, ছয়টি মোবাইল, পাঁচটি ল্যাপটপ, একটি ফেক্সিলোড সিম বক্স ও বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম।

বুধবার  রাতে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া) মো. মাহফুজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, রাজু ভিওআইপি ব্যবসা চক্রের সক্রিয় সদস্য। তারা প্রচলিত সফটওয়ার ভিত্তিক সিস্টেম ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপন করতেন। এরপর অবৈধভাবে আন্তর্জাতিক কল রাউট করত এবং অবৈধ ভিওআইপি সরঞ্জামের মাধ্যমে টেলিযোগাযোগ সেবা প্রদানের ক্ষেত্রে রাজস্ব ফাঁকি দিয়ে যান্ত্রিক, ভার্চুয়াল এবং সফটওয়্যার ভিত্তিক

কৌশল অবলম্বন করে অবৈধভাবে দেশের অভ্যন্তরে সার্ভার স্থাপন করে মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশেও কলিং কার্ড, পেমেন্ট ও রিচার্জ সেবা প্রদান করত।
তাদের ব্যবহৃত সিস্টেমে বিদেশ থেকে প্রতিদিন প্রায় লক্ষাধিক মিনিট কল বাংলাদেশে আসে। যার মাধ্যমে গ্রেপ্তার রাজু প্রতিদিন প্রায় লক্ষাধিক টাকা উপার্জন করতেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়