পাবিপ্রবিতে রসায়ন বিভাগের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আগের সংবাদ

ফুটপাত দোকান গুলোর উচ্ছেদ্যের কাজ করছেন টিআই মাসুম, টি আই ইউনুস, টিআই কাজী মিজান

পরের সংবাদ

পাইকগাছায় ভ‌্যান-মটরসাইকেল সংঘ‌র্ষে মৃত‌্যু-৩, আহত- ২

প্রকাশিত: জুন ৫, ২০২৪ , ৪:১৪ অপরাহ্ণ আপডেট: জুন ৫, ২০২৪ , ৪:১৪ অপরাহ্ণ

খুলনার পাইকগাছা উপজেলায় ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে তিন জন মারা গেছেন ও দুই জন আহত হ‌য়ে‌ছেন। আজ মঙ্গলবার (৫ জুন)সকাল দশটায় উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালি গ্রামস্থ পাইকগাছা-কয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, পাইকগাছার চাঁদখালী শাহাপাড়া এলাকার ভ্যান চালক
ইসমাইল গাজী (৬০), গড়ইখালীর হারুন গাইনের পুত্র মাহবুব গাইন (২৪) ও পৌরসভার ৬নং ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মোঃ রিয়াদ (২৩)। আহতরা হ‌লেন, সাতক্ষীরার আশাশু‌নি উপ‌জেলার বু‌ড়িয়া গ্রা‌মের হিরণ মন্ড‌লের কন‌্যা সাথী মন্ডল (১৭) ও আলাল গাজীর কন‌্যা তিসা খানম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান।

তিনি জানান, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যান চালক এবং মোটরসাইকেল চালক ও আরোহী মারা গেছে। দু র্ঘ টনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়না তদন্তের জন্য নিহতদের ম র দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ম র্গে পাঠানো হচ্ছে।

এলাকাবা‌সি সূ‌ত্রে জানা যায়, বড়দাল থেকে ছেড়ে আসা ইঞ্জিন চালিত অটো ভ্যান এবং পাইকগাছা থেকে ছেড়ে যাওয়া নাম্বার বিহীন মোটরসাইকেল উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালি গ্রামস্থ পাইকগাছা-কয়রা সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। মোটরসাইকেল চালক ও মোটরসাইকেলে থাকা চালকের বন্ধু এবং ভ্যানচালক চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষ‌ণের ম‌ধ্যে মৃ ত্যু বরণ করেন। এছাড়া ভ্যানে থাকা দুই যাত্রী আহতবস্থায় হাসপাতা‌লে ভর্তি র‌য়ে‌ছে।

স্থানীয়দের অ‌ভি‌যোগ, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দু র্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়