মহেশপুরে গাছ চাপায় কাঠুরিয়ার মৃত্যু

আগের সংবাদ

১৯ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

পরের সংবাদ

ঝিকরগাছার শিওরদাহ পুলিশ ক্যাম্পের

কনস্টেবলের কান্ড দেখে আতঙ্কে এলাকাবাসী : বন্ধুক ও গুলি জব্দ

প্রকাশিত: জুন ৪, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ আপডেট: জুন ৪, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছার শিওরদাহ পুলিশ ক্যাম্পের কনস্টেবলের কান্ড দেখে আতঙ্কে এলাকাবাসী। এঘটনায় থানার অফিসার ইনচার্জ কনস্টেবলের নিকট থেকে হতে বন্ধুক ও গুলি জব্দ করেছেন।

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ ক্যাম্পের পুলিশ সদস্য রিকন হোসেন (৩০) মঙ্গলবার (০৪ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮ টার সময় শিত্তরদাহ বাজারের সুমন হোসেনের গ্যারেজে মোটরসাইকেল মেরামত করতে যায়। দোকানের কর্মচারী রিপন হোসেন (২২) মোটরসাইকেল দেখে সে ঠিক করতে পারবে না বলে জানায়। এতে করে পুলিশ সদস্য রিকন উত্তেজিত হয়ে রিপন কে ব্যাপক মারপিট করতে থাকে।

এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে গুলি করার হুমকি দেয়। কনস্টেবল রিকন হঠাৎ করে বন্ধুক বের করলে তুষার নামের এক যুবক বন্ধুক নামিয়ে দিলে অসাধারতায় বন্ধুর থেকে মিস ফায়ার হয়ে গুলি মাটিতে লাগে। পরে পুলিশ সদস্য রিকন সবাইকে গুলি করার হুমকি দিয়ে ক্যাম্পে চলে আসেন বলে অভিযোগ উঠেছে।

রিপন শিত্তরদাহ গ্রামের মতিয়ার রহমানের ছেলে। রিপনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে সে আহত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, আমাদের এক কনস্টেবলের সাথে মোটরসাইকেল মেরামত করার বিষয়ে গোলযোগ সৃষ্টি হয়। পরবর্তীতে তার অসাবধানতায় তার বন্ধুক থেকে গুলি বের হয়।

এতে কোন আহতের ঘটনা ঘটেনি। আমিও নাভারন খ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কনস্টেবলকে থানাতে নিয়ে এসে তার বন্ধুক ও গুলি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়