ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সাংবাদিক ইমরান রশিদকে সংবর্ধনা

আগের সংবাদ

অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

পরের সংবাদ

ভারতে পাচার হওয়া ৩ নারী ও শিশু বেনাপোলে হস্তান্তর

প্রকাশিত: জুন ২, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ আপডেট: জুন ২, ২০২৪ , ৮:৪৯ অপরাহ্ণ

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৩ নারী ও ১ শিশু বাংলাদেশি নারীদের দুই বছর পর যশোরের বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

রোববার (২ জুন) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা নারীরা হলেন,নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নালুয়া গ্রামের কুদ্দুসের মেয়ে শাহিনুর আক্তার মনিমি, ঢাকার রুপনগর মিরপুরের হাফছামনি,নারায়নগঞ্জের ফতুল্লার হাজ্বিগজ্ঞের আঁখি আক্তার, বরিশাল মনোহার বেনারিপাড়ার নুপুর আক্তার, বিভিন্ন জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে।

মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়