দিনাজপুররে ঘোড়াঘাটে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত ইপিআই টকিাদান কেন্দ্রে এক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ র্কমসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।
উপজেলার ৯৭টি নিকটস্থ টিকাদান কেন্দ্রের মাধ্যমে সাড়ে ১৪ হাজার শিশুকে দিনব্যাপি ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙরে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শশিুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।
উদ্বোধন কালে উপস্থতি ছিলেন, উপজলো স্বাস্থ্য ও প.প. র্কমর্কতা ডা. মো.সালাউদ্দিন আহমেদ খান,মেডিকেলের অফিসার ডা. মো. আহসান হাবীব, ডা. সাদিয়া আফরিন,স্বাস্থ্য পরির্দশক বমিল চক্রর্বতী ও মেডিকেল টেকনোজিস্ট ইপিআই মো. আজিজুর রহমান সহ অনেকে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।