কালীগঞ্জে বারবাজার ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

আগের সংবাদ

জাবিতে পরিযায়ী পাখির আবাসে ইআইএ ছাড়া ভবন নির্মান

পরের সংবাদ

পাইকগাছায় ১৫৪৭ টি পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

প্রকাশিত: মে ৩১, ২০২৪ , ৮:১৬ অপরাহ্ণ আপডেট: মে ৩১, ২০২৪ , ৮:১৬ অপরাহ্ণ

পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ১৫৪৭ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের টিসিবি পন্য বিতরণ করা হয়েছে।

গদাইপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ চার পর্যন্ত উক্ত টিসিবি পন্য সামগ্রি বিতরণ করা হয়। এসময়ে প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চা, ২ কেজি মসুরির ডাউল ও ২ লিটার সয়াবিন তেল ৪৭০ টাকা দরে বিতরণ করা হয়।

টিসিবি পন্য বিক্রয়ের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন। তিনি বলেন, পন্য সামগ্রী বিতরণ এর সময়ে কার্ডধারীদের সহযোগিতা পেয়েছি। এজন্য শান্তিপূর্ণভাবে পন্য বিতরণ করা সম্ভব হয়েছে।

টিসিবি পন্য সামগ্রী বিক্রয়ের দায়িত্বে ছিলেন, কপিলমুনির বিআর জেনারেল ষ্টোর এর সত্ত্বাধিকারী টিসিবি ডিলার ভূদেব চন্দ্র মণ্ডল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়