টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের দিন বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে ভারত। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আগামী ৫ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এই মাঠেই খেলবে ২০০৭ সালের চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে শেষবারের মতো অনুশীলন করেছে ভারত। এখনো দলের সঙ্গে যোগ দেননি বিরাট কোহলি। তবে অনুশীলনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারতের রিজার্ভ দলে থাকা রিংকু সিংয়ের ব্যাটিং ও অলরাউন্ডার শিভাম দুবের সঙ্গে অধিনায়ক রোহিতের দীর্ঘ আলাপ।
এবার সমর্থকরা যেই প্লেয়ারকে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছেন তিনি হচ্ছে রিঙ্কু সিং। কিন্তু তাঁকে রাখা হয়নি। বদলে রিজার্ভ দলে জায়গা পেয়েছেন তিনি। বাদ পড়ার পর স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন সমর্থকরা। তবে তাঁকে বিশ্বকাপের প্রথম ১৫ জনের দলে না রাখার পর তাঁকে ফোন করেন অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ১১টা টি-২০ ইনিংস খেলেছেন তিনি। করেছেন ৩৫৬ রান। স্ট্রাইক রেট ১৭৬.২৪। নিজের দক্ষতায় তিনি একাধিক ম্যাচ জিতিয়েছেন দলকে। তবে বিশ্বকাপের ক্ষেত্রে তিনি বাদ পড়েছেন শিবম দুবেকে সুযোগ দেওয়ার জন্য। বোলিংয়ের জন্য শিবম দুবে সুযোগ পান। এখানে পিছিয়ে পড়েন রিঙ্কু।
এবার IPL জেতার পর একটি জনপ্রিয় সংবাদপত্রকে সাক্ষাৎকারে রিঙ্কু সিং বলেন, ‘হ্যাঁ, কেউ যদি সুযোগ না পান তাহলে হতাশ হবেই। এইবার আমি সুযোগ পাননি দলের কম্বিনেশনের জন্য। ঠিক আছে এটা, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে খুব একটা বেশি ভাবতে রাজি নই। শুরুর দিকে আমি কিছুটা হতাশ ছিলাম। যা হয়েছে ভালো হয়েছে, তবে যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।