হাত পা বেঁধে অমানবিক নির্যাতন/দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী

আগের সংবাদ

বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা শিশু সুরাইয়ার এমন মৃত্যু কেউ মানতে পারছে না

পরের সংবাদ

ঝিনাইদহে মাঠ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: মে ৩১, ২০২৪ , ৪:৪৬ অপরাহ্ণ আপডেট: মে ৩১, ২০২৪ , ৪:৪৬ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ থেকে তারাপদ বিশ্বাস (৯৫) নামের এক বৃদ্ধ’র অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সে মাগুরা জেলার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের কাত্তিক বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গত শুক্রবার মাগুরার শালিখা থানার শ্রীফলতলা গ্রামের বৃদ্ধ তারাপদ বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে নামযজ্ঞ শুনতে আসে। এরপর রবিবার বিকালে কালীগঞ্জের বাসুদেবপুর মাঠ পার হয়ে ওই গ্রামেরই পরিচিত এক স্বজনের বাড়ি যাচ্ছিল ।

এর পর থেকেই সে নিখোজ ছিল। এরপর আজ দুপুরে ওই গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে তার অর্ধ-গলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। বৃদ্ধ মানুষ হওয়াতে অস্বুস্থতা জনিত কারনে তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়