রাজধানীর দক্ষিণখান থেকে পুলিশের ইউনিফর্ম, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ র্যাবের হাতে আটক হন মাহমুদুল হাসান মুন্না ওরফে মনসুর (৪৫)।
মুন্না পুলিশ সেজে ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আটককালে তাঁর কাছে থেকে পুলিশের পোশাকসহ ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) এ তথ্য জানান।
তিনি বলেন, মাহমুদুল হাসান মুন্নাকে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাঁর বিরুদ্ধে রমনা ও দক্ষিণখান থানায় তিনটি মামলা রয়েছে। মামলা গুলো বিচারাধীন। এর আগে দক্ষিণখানের নদ্দাপাড়ার উকিল আব্দুস সাত্তারের বাড়ির পঞ্চম তলা থেকে রোববার দুপুরে মুন্নাকে আটক করেছে র্যাব-১। পরে দক্ষিণখান থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা করে।
আটকের সময় তাঁর কাছ থেকে ২টি ওয়াকিটকি সেট, ১টি খেলনা পিস্তল, ২টি পুলিশ স্টিক, ১৬টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি ছুরি, ১টি রাবার হাতুড়ি, ১টি মোটরসাইকেল, ১টি হ্যান্ডকাফ কভার, ২ সেট পুলিশের পোশাক, ২টি কালো হাতা কাটা জ্যাকেট, ১টি নীল রঙের পুলিশ ক্যাপ, ৩টি পিস্তল কভার, ১টি পুলিশ বেল্ট, ২টি চামড়ার মানিব্যাগ, ১টি পুলিশ মনোগ্রামযুক্ত হেলমেট, ১টি ইলেকট্রিক শক মেশিন, ১টি পেনড্রাইভ এবং ১টি স্মার্টওয়াচ উদ্ধার করা হয়।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে দক্ষিণখানের নদ্দাপাড়া থেকে পুলিশের ইউনিফর্ম, জ্যাকেট, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ মুন্নাকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।