উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে আ. লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগের সংবাদ

বিমানবন্দরে পুলিশের বিশেষ অভিযান ৪ জন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

পরের সংবাদ

১৪০০০ রান ও ৭০০ উইকেট—আন্তর্জাতিক ক্রিকেটে এই ডাবল একমাত্র সাকিবের

প্রকাশিত: মে ২৬, ২০২৪ , ১০:৪০ পূর্বাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৪ , ১০:৪০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ে নেমেছে বাংলাদেশ। বোলিংয়ে নামা বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকার করেছেন সাকিব। দলের ৪৬ রানের মাথায় ফিরিয়েছেন যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রিস গউসকে। এই উইকেট তোলার মাধ্যমে নতুন এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন সাকিব।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা এখন ৭০০ হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪০০০ রান এবং ৭০০ উইকেটের ডাবলের রেকর্ড আছে শুধুই সাকিবের। এখানে সবাইকে পেছনে ফেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এই প্রতিবেদন লেখার সময়ে ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে যুক্তরাষ্ট্র। ২ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন সাকিব। টাইগারদের হয়ে অন্য উইকেটটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান।

সিরিজটা অবশ্য একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ হার নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। এবার তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর অভিযানে নেমেছে বাংলাদেশ দল।

তিন সংস্করণের মধ্যে সাকিব ওয়ানডেতেই সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ২৪১ ইনিংসে সাকিবের শিকার ৩১৭ উইকেট। ব্যাট হাতে ওয়ানডেতেই বেশি রান সাকিবের—৭৫৭০। ৬৭ টেস্টে ১২৩ ইনিংসে সাকিবের উইকেট ২৩৭টি। ব্যাট হাতে রান ৪৫০৫। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট ১৪৬টি। এই সংস্করণে তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু টিম সাউদির—১২৩ ম্যাচে ১৫৭টি। ব্যাট হাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব রান করেছেন ২৪৪০।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়