রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

আগের সংবাদ

কালীগঞ্জে এমপি হত্যায় অবস্থান কর্মসূচী করলো নেতাকর্মীরা

পরের সংবাদ

পরিবার ও কর্মিদের দিন কাটছে এমপির লাশের অপেক্ষায়

প্রকাশিত: মে ২৫, ২০২৪ , ১:২৬ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৪ , ২:২৫ অপরাহ্ণ

কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারের মরদেহের অপেক্ষায় দিন পার করছেন পরিবার- স্বজন ও কর্মীরা। হত্যার ঘটনা নিশ্চিত হওয়ার পর থেকেই নতুন নতুন ঘটনা জন্ম হচ্ছে প্রতিনিয়ত । ঘটনা সামনে আসার পর থেকে তাদের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা পার করতে হচ্ছে প্রতিটা মুহুর্ত ।

শুক্রবার এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন ও তার পরিবার (স্ত্রী) ঢাকা থেকে ফিরে আসার পর শনিবার (২৫ মে) সকাল থেকে আনারুল আজীম আনারের বাড়ীর সামনে নেতা-কর্মী-সমর্থক ও সাধরাণ মানুষের ভীড় লক্ষ্য করা গেছে । যা ছিল গভীর রাত পর্যন্ত । আজও সকাল থেকে একই দৃশ্য চোখে পড়ে গণমাধ্যমকর্মীদের। এ সময় আরো লক্ষ্য করা যায়, কেউ কাঁদছেন, কেউবা বিষন্ন-হতাশ মুখে দাড়িয়ে রয়েছেন । তাদের সবাই লাশের অপেক্ষায়।
এ পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলায় কোন রাজনৈতিক কর্মসূচী না থাকলেও এমপি কন্যা ফিরে আসার দিন বিকেলে (শুক্রবার) বিশাল এক মানববন্ধন কর্মসূচী পারন করে । সেখানে কয়েকহাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, আমরা লাশের অপেক্ষায় আছি । কবে, কি হবে , তা কিছুই জানিনা ।

কালীগঞ্জ পৌর মেয়র আমরাফুর আলম আশরাফ জানান, এমপি আনার কালীগঞ্জ উপজেলা রাজনিতির প্রাণপুরুষ ছিলেন । তার এমন নির্মম হত্যাকান্ডে আমার সবাই বিস্মিত হয়েছি। তবে যে কোন মূল্যে আমরা তার লাশ চাই ।
জানাযায়, গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজীম আনার। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার (২২ মে) তাকে হত্যা করা হয়েছে খবর শোনার পর পুরো কালীগঞ্জ উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। এখানো পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি ভারতের পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়