মফিজুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে আটক

আগের সংবাদ

ডাক্তার দেখাতে এসে ক্লিনিকের পাঁচতলার উপর থেকে ঝাপঁ দিয়ে রোগীর আত্মহত্যা

পরের সংবাদ

যশোরে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় স্কুলছাত্রের দেহ দ্বি-খণ্ডিত

প্রকাশিত: মে ২৪, ২০২৪ , ৪:৩৪ অপরাহ্ণ আপডেট: মে ২৪, ২০২৪ , ৪:৩৪ অপরাহ্ণ
যশোরে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যানের চাপায় পিষ্ট হয়ে তামিম হোসেন (১৮) নামে এক পথচারী স্কুলছাত্র নিহত হয়েছেন। এঘটনায় রায়হান হোসেন (২০) নামে অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া  বাসষ্ট্যান্ড রেলক্রসিংয়ে যশোর- খুলনা মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র তামিম হোসেন বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্ৰামের মহাসিন গাজীর ছেলে। তিনি বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। এবং আহত নিহতের ফুফাতো ভাই রায়হান হোসেন যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান,গাড়ির ড্রাইভার সরে যাও,সরে যাও গাড়ির স্টারিং কেটে গেছে এই বলে জোরে জোরে চিৎকার করছিল। কিন্তু পথচারী তামিম এবং রায়হান বুঝতে পারে না। এ দুর্ঘটনার পর রাস্তার পাশে থাকা রেলের সিগন্যাল পোস্টে গিয়ে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। কাভার্ড ভ্যানের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর জানান, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ছুটে আসি এবং রাতেই নিহত তামিমের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে এবং কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার পর রাস্তায় যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়