পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

আনোয়ারুল আজীমকে খুনের জন্য কলকাতায় ফ্ল্যাট ভাড়া নেন আক্তারুজ্জামান

পরের সংবাদ

নড়াইলে অনিয়মের অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহণের দাবি

প্রকাশিত: মে ২৩, ২০২৪ , ১১:০৯ পূর্বাহ্ণ আপডেট: মে ২৩, ২০২৪ , ১১:০৯ পূর্বাহ্ণ

নড়াইল সদর উপজেলা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে নড়াইল শহরের আলাদাতপুরে নিজ অফিসে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি৷ এর আগে বেলা তিনটার দিকে একই দাবিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত দিয়েছেন তিনি। তোফায়েল মাহমুদ তুফান নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান।

সংবাদ সম্মেলন ও লিখিত অভিযোগে তোফায়েল মাহমুদ তুফান বলেন, নির্বাচনের দিনে বিভিন্ন এলাকায় তাঁর নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করা দেওয়া হয়েছে। ভোটারদের ভোট প্রদানে বাঁধা প্রদান করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমানে জাল ভোট প্রদান করা হয়েছে, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেকারণে সদরের চন্ডিবরপুর ইউনিয়নের সকল কেন্দ্র এবং মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা স্কুল কেন্দ্র, আইড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর স্কুল কেন্দ্র এবং দত্তপাড়া স্কুল কেন্দ্রের ভোট যাচাই-বাছাইসহ পুনরায় ভোট গ্রহণ করা দরকার।

তোফায়েল মাহমুদ তুফান আরও বলেন,  সারা নড়াইল সদর উপজেলা মোট ভোট পড়েছে ৩৭.৪৯ শতাংশ। সেখানে চন্ডিবরপুর ইউনিয়নের সীবানন্দপুর কেন্দ্রে ৮১ শতাংশ ভোট কাস্ট করানো হয়েছে। যা অসামাঞ্জস্যপূর্ণ। এছাড়াও বিভিন্ন কেন্দ্র থেকে তাঁকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। যার প্রেক্ষিতে রেজাল্ট শীটে প্রার্থীর এজেন্টরা স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করে। তাই বিতর্কিত ভোটকেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণ, পুনঃগননা, ব্যালটের মুড়ি অংশ এবং ব্যালট যাচাই-বাছাইসহ সামগ্রিক নির্বাচন পুনরায় গ্রহণের দাবি তাঁর।

এ ব্যাপারে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা শ্বাশতী শীল বলেন, চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান একটি লিখিত দিয়েছেন। তিনি পুনরায় ভোট গণনা চান। ভোটের ফলাফল ঘোষণার পর পুনরায় গণনার এখতিয়ার আমার নেই। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে ৪৫ হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আজিজুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী তোফায়েল মাহমুদ পেয়েছেন ৪২ হাজার ৩০৬ ভোট। দোয়াত-কলম প্রতীকের প্রার্থী মিলন মল্লিক পেয়েছেন ১ হাজার ৪৩৪ ভোট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়