ভারতে নিখোঁজ এমপি আনারের মরদেহ উদ্ধার

আগের সংবাদ

আজিজুর রহমান ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত

পরের সংবাদ

কালিয়াকৈরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ

প্রকাশিত: মে ২২, ২০২৪ , ১২:৪২ অপরাহ্ণ আপডেট: মে ২২, ২০২৪ , ১২:৪২ অপরাহ্ণ

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম আজাদ। মোটরসাইকেল প্রতীক নিয়ে সেলিম আজাদ পেয়েছেন ৪৩৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫৩৮৮ ভোট।

এদিকে তালা মার্কা নিয়ে ৩৭৯১২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মনোয়ার হোসেন।

হাস মার্কায় ৩৫২৩১ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোসাঃ শরিফা আক্তার।

২১ মে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় তিন পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারমধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেইসঙ্গে তিন পদে ২২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। দুই উপজেলায় তিন পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছেন।

১৫৬ উপজেলার মধ্যে ২৪ উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ছে। বাকি ১৩২ উপজেলায় ব্যালট পেপারে ভোট দেন ভোটাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়