উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কম

আগের সংবাদ

সন্ত্রাসী জোসেফের সাজা মওকুফ করতে যেভাবে তোড়জোড় হয়েছিল

পরের সংবাদ

আড়াইহাজার ও সোনারগাঁয়ে এজেন্টদের মারধর, কেন্দ্র ঘেরাওয়ের অভিযোগ

প্রকাশিত: মে ২১, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ আপডেট: মে ২১, ২০২৪ , ১১:৪৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এজেন্টদের মারধরের পর বেঁধে রাখা এবং সোনারগাঁ উপজেলায় কেন্দ্র ঘেরাও করে প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

এই দুই উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের রূপপঞ্জ উপজেলায় মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বেলা ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কেন্দ্রগুলোর বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়