শ্যামনগরের সিমান্তবর্তী ইউনিয়ন কৈখালীতে হটাৎ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

আগের সংবাদ

২য় মেয়াদে ইবির জিয়া হল প্রভোস্ট ড. জাকির হোসেন

পরের সংবাদ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে- এমপি রশীদুজ্জামান

প্রকাশিত: মে ২০, ২০২৪ , ৭:৪৯ অপরাহ্ণ আপডেট: মে ২০, ২০২৪ , ৭:৪৯ অপরাহ্ণ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন কালে খুলনা -৬ (কয়রা-পাইকগাছা)’র সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

রবিবার সকাল সাড়ে ১০টার সময় কাউকে কিছু না জানিয়েই হাসপাতালে হাজির হয়ে জরুরী বিভাগ ও বহিঃ বিভাগে সেবা প্রত্যাশী রোগী, নারী-পুরুষ, ডায়েরিয়া ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী, প্রসূতি ওয়ার্ড, কেবিন, প্যাথলজী বিভাগ, আপারেশন থিয়েটার, ওয়াশরুম, খাবার সরবরাহের রান্না ঘর সহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করে কর্তব্যরত চিকিৎসকদের সাথে মতবিনিময়কালে এমপি এসব কথা বলেন।

এমপি’র হঠাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা ও স্বাস্থ্য সেবার তাগিদ দেওয়ার বিষয়টি স্বাস্থ্য কর্মী, সেবা প্রত্যাশী রোগী ও সাধারণ মানুষ ইতিবাচক মন্তব্য করেছেন।‌পরিদর্শন শেষে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদারের কার্যালয়ে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় চিকিৎকরা হাসপাতালের চিকিৎসক , নার্স ও ৪র্থ শ্রেণির কর্মচারীর তীব্র সংকট ও আবাসন সমস্যা ও বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহে এমপি’র সহযোগিতা কামনা করেন। এর প্রেক্ষিতে এমপি মো. রশীদুজ্জামান এ সমস্যা ও সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা থেকে যেন কোন মানুষ বঞ্চিত না হয়, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যয়বহুল চিকিৎসাকে নিরুৎসাহিত করা, দালালদের দৌরত্ব বন্ধ করা, সিজারিয়ানকে নিরুৎসাহিত করা, নরমাল ডেলিভারী নিশ্চিত করা, প্যাথলজি বিভাগ স্বচল রাখা ও টেন্ডারের মধ্যমে সরকারিভাবে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন।

এরপর তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এদিকে, সংসদ সদস্যের এমন আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এ সময় উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার ইকবাল মন্টু, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা. সুজন কুমার সরকার, এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. জিএম ফরহাদুজ্জামান, সিনিয়র নার্স হামিদা খাতুন যুবলীগনেতা পরেশ মন্ডল, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড়, রাফেজ উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, মুক্ত অধিকারী, পৌর সভাপতি আবির আক্তার আকাশ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়