সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় ২ শ্রমিক নিহত, আহত ১০

আগের সংবাদ

ইবি মুজিব মুর‍্যালে এ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা নিবেদন

পরের সংবাদ

ধোলাইখালে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

প্রকাশিত: মে ১৮, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ আপডেট: মে ১৮, ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ

রাজধানীর ধোলাইখালের একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়, তাদের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

জানা গেছে, ৪ তলা ভবনটির দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আগুনের সূত্রপাত। বাণিজ্যিক ভবনে ব্যাংক ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। আগুন যেন অন্য তলায় ছড়িয়ে না পড়ে দমকল বাহিনী আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এর আগে সকাল সকাল ১০টার দিকে কাওরানবাজারে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটসহ স্থানীদের সম্মিলিত প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়