ছাত্রলীগ সম্পাদকের পাতে বাসি খাবার, রেস্তোরা বন্ধ

আগের সংবাদ

ইউনিয়ন আ.লীগের সভাপতিকে পিটিয়ে জখম

পরের সংবাদ

পাইকগাছায় গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: মে ১৬, ২০২৪ , ৭:২৯ অপরাহ্ণ আপডেট: মে ১৬, ২০২৪ , ৭:২৯ অপরাহ্ণ

খুলনার পাইকগাছায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে শাহীন গাজী (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাপ্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রাড়ুলি ইউনিয়নের বাঁকার বাক নামক গ্রামের মোঃ আমিরুল গাজীর ছেলে নিহত শাহীন গাজী উক্ত ঘটনায় মৃত্যু বরন করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাঁকার ফটিক নাথের বাড়িতে শাহীন গাজী গাছ কাটতে যান। এসময়ে তিনি ট্রান্সমিটারের তার হাত দিয়ে সরাতে গেলে বিদ্যুৎস্পর্শে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার সময় পথেই মারা যান বলে স্থানীয় ব্যবসায়ী শাহীন রাজা জানান। এবিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়