শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে নবম দিনের মত অবস্থান কর্মসূচি

আগের সংবাদ

পাবিপ্রবিতে আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন

পরের সংবাদ

উপজেলার গ্রামে গ্রামে এস.এম.হাবিবের প্রচারণা।

প্রকাশিত: মে ১৬, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ আপডেট: মে ১৬, ২০২৪ , ৫:৪৭ অপরাহ্ণ

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে জনমনে উচ্ছ্বাস উদ্দীপনা তত বাড়ছে। প্রার্থীদের প্রচারণা তত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চৌগাছা উপজেলায় আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা এস. এম.হাবিবুর রহমান।

বুধবার বিকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা বাজারে, সন্ধ্যায় হাকিমপুর ঋষি পাড়ায়,রাত ১০ টায় স্বরুপদাহ ইউনিয়নের দিঘড়ি গ্রামে গণসংযোগ ও স্থানীয় নেতাকর্মীদের সাথে ভোট সম্পর্কৃত আলোচনা করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা এস. এম.হাবিবুর রহমান।

ভোটারদের কাছে যেয়ে এস.এম.হাবিব তার নির্বাচনী প্রতীক আনারস প্রতীকে ভোট চাচ্ছেন।তিনি বলেন, আনারস প্রতীক বিজয়ী হলে চৌগাছার জনগণের বিজয় হবে। আনারস প্রতীক বিজয়ী হলে বিগত দিনে যেমন চৌগাছা বাসীর উন্নয়নে কাজ করে গেছি। শেষ বয়সে এসেও আপনাদের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

গণসংযোগে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আখতারুজ্জামান মিলন,সাধারণ সম্পাদক মামুন কবির, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,নাজমুল হুদা, স্বরুপদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আলাউদ্দীন, আতিয়ার রহমান সহ স্থানীয় নেতাকর্মী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়