কুবিতে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সপ্তম দিনের মত অবস্থান কর্মসূচি

আগের সংবাদ

কামারপাড়া কাঁচা বাজার সার্ভিস রোডের ফুটপাত দখলমুক্ত

পরের সংবাদ

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: মে ১৪, ২০২৪ , ৫:৫২ অপরাহ্ণ আপডেট: মে ১৪, ২০২৪ , ৫:৫২ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২ টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল। সে রকেট ট্রেনে কাটা পড়েছে। ট্রেনটি যাওয়ার সময় অনেকক্ষণ হর্ণ বাজিয়েছে। এ সময় বৃদ্ধের মাথা কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।

কালীগঞ্জ থানা ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়