অনুমোদন পেলো ইবি শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

আগের সংবাদ

পাওয়া গেলো দুইশত বছর পুর্বের পুরাতন পালতোলা নৌকা

পরের সংবাদ

ঝিনাইদহ-১ আসন (শৈলকুপা )

উপ নির্বাচনে মনোয়ন পত্র জমা পড়েছে চারটি

প্রকাশিত: মে ১১, ২০২৪ , ১১:৩৬ পূর্বাহ্ণ আপডেট: মে ১১, ২০২৪ , ১১:৩৬ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ- নির্বাচন ধার্য তারিখ ৫ জুনই হচ্ছে। চার জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত মোঃ নায়েব আলী জোয়ার্দ্দার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম ও তার (নজরুল ইসলাম) স্ত্রী মুনিয়া আফরিন এবং জনৈক মোঃ আব্দুল আলীম নিজামী । ১০ মে শুক্রবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।

এর আগে ৭ মে মনোনয়ন পত্র দাখিলের জন্য সময় বেধে দেওয়া ছিল। ০৬ মে উপ নির্বাচন স্থগিত করে উচ্চ আদালত আদেশ দেন। ০৮ই মে ওই আদেশের বিরুদ্ধে আপিল হলে পূর্বে স্থগিতাদেশ বাতিল হয়ে যায়। যে কারণে মনোনয়ন পত্র দাখিলের জন্য ৯ মে ও ১০ মে পর্যন্ত বর্ধিত করা হয়। ১৮মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ হবে ১৯ মে। এ দিন থেকেই প্রচার প্রচারণা শুরু করা যাবে। জেলা নির্বাচন অফিসার মোঃ মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানিয়েছেন জানিয়েছেন উচ্চ আদালতের দেওয়া আদেশ মতে ০৫ জুনই এ আসনে ভোট গ্রহণ করা হবে।

জানা যায় ৯ মে বৃহস্পতিবার দুপুরে নৌকা প্রতীক পাওয়া শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার (১০ মে) অন্যান্যরা স্বশরীরে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে ( জেলা নির্বাচন অফিস) মনোনয়ন পত্র জমা দেন।
চলতি বছরের ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান নির্বাচিত এমপি আব্দুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়