কুবিতে গুচ্ছ ‘ সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন; উপস্থিতি ৮৭%

আগের সংবাদ

হাতীবান্ধায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

পরের সংবাদ

টাংগাইলের নাগরপুরে ধান ক্ষেতের আইলে নারীর মরদেহ

প্রকাশিত: মে ১০, ২০২৪ , ৫:১৯ অপরাহ্ণ আপডেট: মে ১০, ২০২৪ , ৫:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলের নাগরপুরে ধান ক্ষেতের আইল  থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) সকালে উপজেলার  কাঠুরী গ্রামের একটু অদূরে বারাপুষা এলাকার নির্জন ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)। এটি পরিকল্পিত হত্যা নাকি নিছক দুর্ঘটনা এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন।
মৃতের ছোট ছেলের স্ত্রী প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল দশ টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশ্যে  নিজ বাড়ি থেকে বের হয় অঞ্জনা বেগম । শুক্রবার সকাল আট টার দিকে খবর পান কাঠুরী গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পশ্চিম পাশের ধান ক্ষেতে এক মহিলার লাশ পরে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছে।
নিহত ওই নারীর পিতা গনি মিয়া বলেন, আমার মেয়ে কাল বাড়ীতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে  আসি।
প্রত্যক্ষদর্শী বাহাদুর মিয়া বলেন, সকাল সাত টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য সেলুমেশিন ঘরে যাবার সময় ক্ষেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনদের বিষয়টি জানাই।
নিহতের স্বামী মো. নজরুল ইসলাম জানান, গতকাল সকাল ৭টার দিকে কাজের জন্য বাহিরে চলে যাই। বাড়ী ফিরে এসে ছেলের বউদের কাছে তাদের শাশুড়ী কোথায় গেছে জানতে চাইলে তারা বলেন বাপের বাড়ী গেছে। সকালে খবর পাই ধান ক্ষেতে পরে আছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়