উপাচার্যের পদত্যাগের দাবিতে কুবি শিক্ষকদের চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি

আগের সংবাদ

দইয়ের সঙ্গে যেসব খাবার খেলে মারাত্মক ক্ষতি

পরের সংবাদ

কেশবপুর কেন্দ্রীয় কালীমন্দিরে চুরি সংগঠিত

প্রকাশিত: মে ৯, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ আপডেট: মে ৯, ২০২৪ , ৭:৫৯ অপরাহ্ণ
বুধবার রাতে কেশবপুর পৌর শহরের সার্বজনীন শ্রীশ্রী কেন্দ্রীয়  কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। বুধবার গভীর রাতে মন্দিরের পিছনের  গ্রিল কেটে মন্দিরে প্রবেশ করে  চোরেরা
মায়ের বিগ্রহের  মাথার মুকুট,চেন,শাখা বাঁধানো, টিকলী,টিপ, কানের দুল সহ প্রায় ১৫ ভরি সোনা, পার তোড়া,বিছা চেন সহ রুপার প্রায় ১০ ভরি গহনা, ২২টি শাড়ি  ও মন্দিরে স্থাপিত সিসি টিভি ক্যামেরার হার্ডডিক্স, পেনড্রাপ চুরি করে নিয়ে যায়।
এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো: তুহিন হোসেন, ওসি জহিরুল ইসলাম সহ থানার একটি টিম,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়,উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল ও আব্দুল্লাহ আমুন, সদর চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন ঘোষ মন্টু, সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস সহ বিভিন্ন পেশা ও  শ্রেণির মানুষ ছুটে  আসে।
ডিবি একটি দল  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চুরির ঘটনা উদঘাটন করার জন্য কেশবপুর থানা  পুলিশ ও ডিবি পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।
কেশবপুর কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক কনক সেন বলেন ঘটনার জড়িতদের আটকের দাবি জানাচ্ছি।এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়