প্রকাশিত: মে ৯, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ আপডেট: মে ৯, ২০২৪ , ৬:৩৫ অপরাহ্ণ
পাইকগাছার লস্কর ইউনিয়নের আলমতলা নামক স্থানে বেড়িবাঁধের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সম্প্রতি ভরা গোনের প্রবল জোয়ারে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে বুধবার জোয়ারের পানির প্রবল চাপে পাইকগাছা উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের ভেড়িবাঁধে ভাঙ্গন দেখা দিলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধের বিস্তৃতি এলাকা পরিদর্শন করেন।
এসময়ে বাঁধটি ভেঙ্গে নদীর পানি জনবসতী পূর্ণ এলাকায় প্রবেশ করে প্লাবিত হতে না করতে পারে তার জন্য ভাঙ্গনকৃত স্থানে জিয়োব্যাগ দিয়ে ভাঙ্গন রোধের ব্যবস্থা করেন। ইউএনও এই দ্রুত পদক্ষেপে এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিআইও ইমরুল কায়েস, এস ও মোঃ রাজু আহমেদ, আনসার সদস্য প্রসেনজিৎ মণ্ডল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকাবাসী।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।