গতকাল মঙ্গলবার যশোর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সকাল ৯ টায় পতাকা উত্তোলন বেলুন উড়ানো ও রালির মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম শেষ হয় এরপর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইইবি যশোর কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত প্রকৌশলী শাব্বির আহমেদ চৌধুরী।
তিনি বক্তব্য বলেন ইঞ্জিনিয়ারদের সকল অসুবিধা দূর করে সঠিক মর্যাদাই জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে এবং বাংলাদেশের সকল ইঞ্জিনিয়ারদের সুস্থতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ আফ্রিকান ডিপ্লোম্যাটিক স্পোচোস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট আবেদা আহাম্মদ চৌধুরী , অজোপাডিকো যশোরের চিফ প্রকৌশলী আবু হাসান উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আহাম্মদ শরীফ সজিব, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এস এম নুরুল ইসলাম, সম্পাদক প্রকৌশলী এ এস এম মুজাহিদুল হক , সন্মানি সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া , প্রকৌশলী শরিফুল ইসলাম, এস এম হেলাল উদ্দিন, কামরুজ্জামান, ফারজানা রহমান ,আব্দুল্লাহ আল রশিদ, অমূল্য কুমার সরকার, ইসহাক আলী , এনামুল হক, শান্ত মজুমদার , নাসির উদ্দিন, জি এম মাহমুদ প্রধান, কামাল হোসেন ,ও প্রকৌশলী এস এম শরীফ হাসান প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।