পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জনের মনোনয়নপত্র দাখিল

আগের সংবাদ

পাটকেলঘাটায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষন চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

পরের সংবাদ

চাঁদপুরে জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

প্রকাশিত: মে ৪, ২০২৪ , ১১:১৫ পূর্বাহ্ণ আপডেট: মে ৪, ২০২৪ , ১১:২৩ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খানের সমর্থক ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন চাঁদপুর মডেল থানা পুলিশের এসআই মুকবুল হোসেন, এএসআই কার্তিক চন্দ্র নাথ, কনস্টেবল মারুফ, আপেল, ফারুক ও অন্তত ১৫ জেলে। এরমধ্যে এসআই মুকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ মে) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে লক্ষীপুরের বহরিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে অর্ধশতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ সময় পুলিশ ২৬ রাউন্ড গুলি করে। এদিকে সেলিম খানের সমর্থকদের আক্রমণে ৬ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুর মডেল থানার এসআই মুকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়