পাইকগাছায় সপ্তদীপার সাহিত্য আসর অনুষ্ঠিত 

আগের সংবাদ

চাঁদপুরে জেলেদের চাল বিতরণ নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

পরের সংবাদ

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ২০ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: মে ৩, ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ আপডেট: মে ৩, ২০২৪ , ৫:৫০ অপরাহ্ণ
আসন্ন ২৯ মে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষ সদস্য শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. শেখ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলীর পুত্র স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ বজলুর রহমান, মিলন মোহন মন্ডল, সুকুমার চন্দ্র ঢালী, সম আব্দুল ওয়াহাব বাবলু, ফরহাদ হোসেন ফয়সাল, মোঃ বাবুল শরীফ ও এস এম হাবিবুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অনিতা রানী মন্ডল, ইয়াসমিন বুসরা ও ময়না খাতুন। আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই বাছায় করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ১২ মে এবং প্রতীক বরাদ্ধ ১৩ মে হবে মর্মে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়