পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের নারী দলের কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ভারতের মেয়েরা।
রবিবার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অর্ধশতকেও স্বাগতিকরা হেরেছে ৪৪ রানে। ভারতীয় বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে স্বাগতিকরা করতে পেরেছে মাত্র ১০০ রান।
অধিনায়ক নিগারের ব্যাটে এসেছে সর্বোচ্চ ৫১ রান। মুর্শিদা খাতুন করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। তৃতীয় সর্বোচ্চ ১১ রান করেন স্বর্ণা আক্তার। প্রতিপক্ষ ভারতের বোলিং তোপে দলীয় ৪ রানে দিলারা আক্তারের আউটে প্রথম উইকেট হারানোর পর ৩০ রানের ভেতর হারায় সোবহানা মোস্তারি (৬), মুর্শিদা খাতুন (১৩) ও ফাহিমা খাতুনের (১) উইকেট। ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় জ্যোতিরা।
যদিও অধিনায়ক জ্যোতি তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক। যদিও, সঙ্গের অভাবে তার এই ফিফটি কেবল কমিয়েছে হারের ব্যবধান। তিনি আউট হন অষ্টম উইকেট হিসেবে।
তার আগে আউট হওয়া স্বর্ণা (১১), রাবেয়া (২) ও নাহিদা (৯) আউট হন ব্যাট হাতে ব্যর্থ হয়ে। ভারতের হয়ে রেনুকা সিং ৩টি, পূজা ভাস্তকার ২টি, শ্রেয়াঙ্কা, দিপ্তি এবং রাধা শিকার করেন ১টি করে উইকেট।
অলআউট না হলেও ৮ উইকেট হারানো বাংলাদেশের মেয়েদের ইনিংস থামে ২০ ওভার শেষে ১০১ রানে। যাতে ভারতের মেয়েরা জয় পায় ৪৪ রানে। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে রেনুকা সিং।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।