ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন দেশের ১৬১ উপজেলায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে। একথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। সোমবার কমিশনের ৩০তম সভা শেষে ইসি সচিব গণমাধ্যমকে এতথ্য জানান।
নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপের নির্বাচনের মতো দ্বিতীয় ধাপেও প্রার্থীরা মনোনয়নপত্র অনলাইনে জমা দেবেন। একই সঙ্গে প্রার্থীদের জামানত অনলাইন ব্যাংকিং এর মাধ্য জমা দিতে হবে।
তিনি বলেন, কমিশন উপজেলা পরিষদের চারটি ধাপে নির্বাচন করার পরিকল্পনা করেছে। সেখানে প্রথম ধাপের তফসিল ঘোষণা হয়েছে। আজকে দ্বিতীয় ধাপের তফসিল চূড়ান্ত হয়েছে। সেই অনুযায়ী, আজকে দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২১এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৩এপ্রিল। আপিল দায়ের ২৪থেকে ২৬এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭থেকে ২৯এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার ২৯এপ্রিল। প্রার্থীদের প্রতীক বরাদ্দ আগমী ২মে। ভোটগ্রহণ ২১মে।
তিনি আরও বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ৯টি জেলায় ইভিএম ব্যবহার করা হবে। বাকি জেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।