তেজগাঁওয়ে ট্রাক-বাসের দখলে সড়ক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগের সংবাদ

শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে বিএনপির কঠোর ‘জিরো টলারেন্স’

পরের সংবাদ

ট্রাম্প দম্পতির সংবর্ধনায় যোগ দিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার কন্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১২:১৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৫ , ১২:১৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার কন্যা দিনা ইউনূস।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক শহরে আয়োজিত এ সংবর্ধনায় ট্রাম্প দম্পতির সঙ্গে অধ্যাপক ইউনূস ও দিনা ইউনূস ছবি তোলেন। কূটনৈতিক অঙ্গনে এই মুহূর্তটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা একে আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়