প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৮:৪৮ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে “আমরা নারী” এবং এর সহযোগী সংগঠন “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট”এর আয়োজনে ও ইয়াভ ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ, ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।
সকাল ৯টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত এক বর্ণাঢ্য র্যালি বের হয়। যশোর সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। র্যালি শেষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান। অতিথিবৃন্দ নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক, যশোর জিলা স্কুল; ডাঃ বনি আমিন, ক্যান্সার সার্জারি; সদর হাসপাতাল, যশোর; ডাঃ তৌহিদুর রহমান শাকিল, ইয়াভ ফাউন্ডেশন এর উপদেষ্টা মোঃ নাসিম উদ্দিন খান এবং ‘আমরা নারী’ ও ‘আমরা নারী রিসার্চ and ডেভেলপমেন্ট এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব। সমগ্র আয়োজনের সঞ্চালনা ও সমন্বয় করেন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায়। আলোচনা শেষে ইয়াভ কালচারাল ক্লাব এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ইয়াভ স্কোয়াড এর ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকী, জান্নাতুল ফেরদৌস, প্রান্ত বিশ্বাস, শাহরিয়ার উৎসব, উর্মি জাহান,রোহান, ঋদ্ভিক ,অর্ঘ্য, ইয়াভ কালচারাল ক্লাব এর সভাপতি পরমা শিকদার,আলভি অরনি প্রমুখ।
“আমরা নারী” একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত। সহযোগী সংগঠন “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ খাদ্য বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সারাদেশে ধারাবাহিকভাবে আয়োজিত স্তন ক্যান্সার সচেতনতা সেমিনার ও ক্যাম্পেইনের অংশ হিসেবেই যশোরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিশ্বব্যাপী সচেতনতা কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক কর্মসূচি পরিচালনা করছে। যশোরে আয়োজিত এ অনুষ্ঠানের সহযোগী পার্টনার ছিল ইয়াভ ফাউন্ডেশন।
এম এম জাহিদুর রহমান (বিপ্লব) প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী “আমরা নারী” ও “আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট” স্তন ক্যান্সার সচেতনতা নিয়ে বলেন, মিডিয়ার সহযোগিতায় এই সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে এবং নারীর স্বাস্থ্যসুরক্ষায় জাতীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।