সাতক্ষীরায় নবলোক সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

যশোরে ফ্ল্যাট থেকে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার

পরের সংবাদ

পাইকগাছায় আনন্দঘন পরিবেশে শারদীয়া দুর্গাপূজা পালনের আশ্বাস ডাঃ মজিদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৭:০৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২৫ , ৭:১০ অপরাহ্ণ
আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে পাইকগাছায় পূজা উদযাপন পরিষদ, ঐক্য ফ্রন্ট, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে ডাঃ আব্দুল মজিদ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা সবাই মিলে আনন্দঘন পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা পালন করব। পূজা উপলক্ষে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপি-ও সার্বিক সহযোগিতা করবে।
তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী যেসব মন্দিরে এখনো সিসি ক্যামেরা স্থাপন হয়নি, পূজার আগেই তিনি নিজস্ব অর্থায়নে সেখানে ক্যামেরা স্থাপন করবেন।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, আবু মুছা সরদার, হুরায়রা বাদশা, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ কালীপদ বিশ্বাস, কালীপদ মন্ডল, পিযুষ কুমার সাধু, উপজেলা ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরদার দিপু প্রমুখ।
এছাড়া বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকদের মধ্যে গৌতম কুমার মন্ডল, শিক্ষক কনক চন্দ্র সরকার, তুষার কান্তি মন্ডল, তুষার কান্তি বিশ্বাস, তুষার সরদার, কালীপদ মন্ডল, রামপ্রসাদ সানা, প্রদীপ কুমার মন্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়