কপিলমুনিতে কেকেএসপির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

মনিরামপুর থানা বিএনপির সভাপতির ছোটভাইকে বহিষ্কার

পরের সংবাদ

'পুজো পুজো গন্ধ লেগেছে'

মণিরামপুরে সকল দুর্গাপূজায় মন্দির সেজে উঠেছে

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ

প্রতি বছরের ন্যয় আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ মুখর উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের কাশফুল জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। শরতের নির্মল প্রকৃতির নীল আকাশ, প্রকৃতির সবুজের সমারোহে সাঁদা সাদা কাঁশফুলে, শিউলির মন মাতানো সুগন্ধী, রাশি রাশি বাহারি রঙ্গের জবা যেন মা দূর্গার অপরুপ এক সাজ।

 

দুর্গাপূজাকে ঘিরে মণিরামপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। ভক্তদের হৃদয় ছুঁতে শিল্পীদের প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মৃৎ শিল্পীদের ব্যস্ততা।

সরেজমিন দেখা যায়, মণিরামপুরের বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এতে ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। দ্রুত কাজ সম্পন্ন করতে রাত-দিন পরিশ্রম করছেন তারা। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মনের মাধুরী মিশিয়ে মৃৎশিল্পীরা ফুটিয়ে তুলছেন সকল দেবদেবীকে। দেবীদুর্গার প্রতিমা ছাড়াও শিব, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুরসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ করছেন তারা।

 

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও মণিরামপুর উপজেলা শাখার আহবায়ক সন্তোষ স্বর বলেন, মণিরামপুরে ৯৮ মন্দিরে এবার দূর্গাপুজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরির কাজ শেষের পথে, ডেকোরেশন, আলোকসজ্জা, প্যান্ডেল সহ অন্যান্য কাজগুলোও ধীরে ধীরে এগিয়ে চলছে। আশা করছি এবছর আরও সুন্দরভাবে দুর্গাপুজার উৎসব উদযাপন হবে। আসন্ন শারদীয় উৎসবে মেতে উঠার অপেক্ষায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের মানুষেরা।

 

শাস্ত্রমতে, এবার দেবীদুর্গা গজে (হাতি) চড়ে আগমন করবেন এবং দোলায় (দোলা) গমন করবেন। গজে দেবীর আগমন হলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়, যা অত্যন্ত শুভ ফল দেয়। তবে, দেবীর দোলায় গমন মড়ক বা মহামারী নির্দেশ করে, যা অশুভ সংকেত।

উল্লেখ্য যে, ২৭ সেপ্টেম্বর মহা পঞ্চমী, ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ০১ অক্টোবর নবমী ও ০২ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার পরিসমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়