ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য

আগের সংবাদ

৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের

পরের সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা: ফিলিপাইনে বাজেয়াপ্ত হলো ৮১ মিলিয়ন ডলার

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১:৩৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১:৩৪ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ফিলিপাইনের আরসিবিসি (রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন) ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের মাধ্যমে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় ১০১ মিলিয়ন ডলার চুরি হয়।

  • এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো ২০ মিলিয়ন ডলার ফেরত আসে সন্দেহজনক লেনদেনের কারণে।

  • বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ভুয়া অ্যাকাউন্টে জমা হয় এবং পরে বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার হয়ে যায়।

এই ঘটনাকে ইতিহাসের অন্যতম বড় সাইবার ডাকাতি বলা হয়। মামলায় ফিলিপাইনের আদালত আরসিবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মায়া ডিগুইটোকে মানি লন্ডারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়