সন্ধ্যার পর অশান্ত সৈকত: অসামাজিক চক্রের কবলে পর্যটকরা

আগের সংবাদ

সাবেক মন্ত্রী জাবেদের অবৈধ সম্পদ: দুদকের হানায় মিলল ২২ বস্তা নথি, ৫২ কোটি টাকা

পরের সংবাদ

নকল নম্বরে বিলাসবহুল বাসে ইয়াবা চোরাচালান, জব্দ করল ডিএনসি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১১:৪৯ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৫ , ১১:৪৯ পূর্বাহ্ণ

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী একটি বিলাসবহুল এসি স্লিপার বাস আসলে যাত্রী পরিবহনের জন্য নয়, মাদক চোরাচালানের জন্যই তৈরি করা হয়েছিল। বাসটিতে ছিল নকল রেজিস্ট্রেশন নম্বর, ছিল না কোনো রুট পারমিট। সিটের নিচে বানানো বিশেষ চেম্বার থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত ১০ আগস্ট রাজধানীর সায়েদাবাদ টোল প্লাজার পাশে বাসটি জব্দ করা হয়। এ সময় চালক সাদ্দাম হোসেন, সুপারভাইজার সাজ্জাদ হোসেন ও হেলপার রকি শেখকে আটক করা হলেও বাসের মালিক মো. ইব্রাহীম এখনও পলাতক।

অনুসন্ধানে দেখা গেছে, নাটোরের একটি নন-এসি বাসের আসল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এই বাসটি ‘গ্রিন সেন্টমার্টিন এক্সপ্রেস’ ব্যানারে চলছিল। একই নম্বরে দুটি ভিন্ন বাস সড়কে যাত্রী বহন করছিল—যা আসলেই এক ধরনের ‘আয়নাবাজি’

বাসে ইয়াবা রাখার গোপন কৌশল, নকল নম্বরপ্লেট ব্যবহার ও রেজিস্ট্রেশন না করার বিষয়টি এখন তদন্তাধীন। সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, এ ধরনের অপরাধে ছয় মাস থেকে দুই বছরের জেল অথবা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়