ছাত্র-জনতার আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগের সংবাদ

মণিরামপুরে হাতপাখার এমপি প্রার্থীর মটরসাইকেল শোডাউন

পরের সংবাদ

মোল্লাহাটে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৭:৪৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৭:৪৬ অপরাহ্ণ

বাগেরহাটের মোল্লাহাটে কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মোড়ে উদয়পুর গ্রামের দু’পক্ষের মধ্যে ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, স্থানীয় একটি চায়ের দোকানে কেরাম খেলার সময় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে মারামারির রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেরাম খেলাকে কেন্দ্র করে চায়ের দোকানে হট্টগোল শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ মারমুখী অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে মোঃ জাহিদুল ইসলাম (৪০) পিতা- হাজি সর্দার মোল্লা ও হারুন শেখ (৬০) পিতা- সুলতান শেখ আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথটিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয়রা ঘটনার দ্রুত সমাধান এবং আইনশৃঙ্খলা রক্ষার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক জানান, কেরাম খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথটিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়