সাইবার হামলা: ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল

আগের সংবাদ

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

পরের সংবাদ

নতুন নেতৃত্বে যাত্রা শুরু করল ফরিদপুর ডিবেট ফোরাম

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৬:০৮ অপরাহ্ণ

‘সংগ্রাম করি সবুজ স্পর্ধায়’—এই মন্ত্রকে সামনে রেখে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)-এর ১৫তম কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় এফডিএফ-এর নতুন কমিটি। সভাপতি নির্বাচিত হয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহমিদা মফিজ সৃষ্টি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. খায়রুল আলম হিমালয়

রাজধানীসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্তির আলো ছড়িয়ে আসা এ সংগঠনের সাবেক সভাপতি অমিত ঘোষ নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “প্রতিটি নতুন কমিটি এফডিএফ-এর অগ্রযাত্রায় যুক্ত করে নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনার দুয়ার। বিতর্ক কেবল যুক্তিতর্কের খেলা নয়; এটি শুদ্ধ চিন্তা, সৃজনশীলতা আর দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম হাতিয়ার।”

তিনি আরও আশা প্রকাশ করেন, এফডিএফ ভবিষ্যতেও তরুণ সমাজকে আলোচনায়, বিশ্লেষণে ও পরিবর্তনের পথে অনুপ্রাণিত করবে। নতুন কমিটির প্রতিটি সদস্যের জন্য তিনি রাখেন আন্তরিক শুভকামনা।

৬৫ সদস্যের এ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান নোমান মৃধা, সজল আশরাফ খান, বেদত্রয়ী গোস্বামী, সিন্থিয়া সিয়া, আইয়াজ মাহমুদসালাউদ্দিন খান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়