সাতক্ষীরায় পাওয়ার গ্রিড লাইনে আগুন, জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আগের সংবাদ

মণিরামপুরে মেয়ের ঘাতক বাবা' জনমনে চাঞ্চল্যের সৃষ্টি!

পরের সংবাদ

শ্যামনগরে সোয়া কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৫:২৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫ , ৫:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে আবারও চোরাচালানকারীদের অবৈধ কার্যক্রমে বড় ধাক্কা দিয়েছে কোস্ট গার্ড। শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ বিশেষ অভিযানে জব্দ করেছে সংস্থাটি।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার সংলগ্ন মীরগ্যাং ও আশপাশের এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় রাখা প্রায় ১.২০ কোটি টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ জব্দ করা হয়।

কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত এসব ওষুধের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্ত এলাকায় অবৈধ পণ্য চোরাচালান শুধু রাষ্ট্রের রাজস্ব ক্ষতিই করছে না, জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। এ ধরনের সফল অভিযানের মাধ্যমে চোরাচালানকারীদের বিরুদ্ধে বড় ধরনের বার্তা দেওয়া হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়