ঝিকরগাছায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন শতাধিক শাড়ী বিতরণ

আগের সংবাদ

এনসিপি কোনো জোটে যাচ্ছে না : নাহিদ ইসলাম

পরের সংবাদ

আশাশুনিতে ৬৮ বোতল উইনসিরেক্স সিরাপ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ১০:২০ অপরাহ্ণ

আশাশুনিতে ৬৮ বোতল নেশা দ্রব্য উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সিরাপ থানা হেফাজতে রাখা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার শ্রীউলা থেকে সিরাপগুলো উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন জানান, ডিজিএফআইয়ের তথ্য অনুযায়ী শুক্রবার দুপুর ১টার দিকে শ্রীউলা গ্রামের চৌধুরী ব্রিজের নীচে অভিযান চালান হয়।

এসময় সেখান থেকে নেশা জাতীয় ৬৮ বোতল উইনসিরেক্স সিরাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপ কারা এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল সে তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে তিনি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়