রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগের সংবাদ

সাতক্ষীরায় ছয় পরিবারকে ২৬ লাখ টাকার চেক দিল বিআরটিএ

পরের সংবাদ

টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ২:২৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ২:২৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বেড়েছে অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য । এসব বন্ধে সবসময় সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এর যৌথ প্রচেষ্টায় নারী- শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের আঞ্চলিক মিডিয়া অফিসার লেফটেন্যান্ট সাকিব নেহবুব।

তিনি জানিয়েছেন, টেকনাফের বাহারছড়া ইউপির কচ্ছপিয়া নামক পাহাড়ি এলাকা থেকে এসব অপহৃতদের উদ্ধার করা হয়েছে। এখানে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক উভয় রয়েছে। তবে তাদের অপহরণ করে মালেশিয়াও পাচার করতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, অপহরণকারীর বিভিন্ন আস্তানা খুঁজে পেয়েছে তারা। এসময় তল্লাশি চালিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করা হয় বলে জানান। এসব চক্র অস্ত্রের মুখে সাধারণ মানুষকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে মানবপাচার কার্যক্রম চালিয়ে আসছিল দীর্ঘদিন ধরে।

প্রসঙ্গত, অপহরণ চক্রের সাথে মাদক চোরাচালান, মানবপাচার ও রোহিঙ্গা ক্যাম্পের অপরাধচক্রের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। তাই সীমান্ত এলাকায় এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়