আশাশুনির প্রতাপনগরে “পরিষদের দুর্নীতি হঠাও, সুবিধ বঞ্চিতদের বাঁচাও” ‘আসমা হটাও, প্রতাপনগর বাঁচাও’ এ সব শ্লোগান সম্বলিত প্লাকাট নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ফুলতলা মোড়ে সর্বস্তরের জনসাধারনের আয়োজনে ফুলতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স,ম আকতারুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক নুরে আলম সিদ্দিকী, ইউনিয়ন বিএনপি’র সাবেক সংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাংবাদিক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা কারিমুজ্জামান, প্রতিবন্ধী ভুক্তভোগীর স্বামী আব্দুল সালাম, ভুক্তভোগী মুক্তার হোসেন প্রমূখ।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রতাপনগর ইউনিয়ন পরিষদে বিভিন্ন ব্যক্তির জন্মনিবন্ধনে ইচ্ছাকৃত ভুল, ভুল সংশোধনে বারবার অর্থ গ্রহণ, বিভিন্ন অনলাইন সার্ভিসে সরকারি ধার্যকৃত ফিসের অতিরিক্ত টাকা আদায় করা, পরিষদের অবৈধভাবে অর্থনৈতিক সুবিধা আদায়, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ কারি, আওয়ামী মহিলালীগ নেত্রী প্রতাপনগর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আসমা খাতুনের অপসারণ ও বিচারের করতে হবে। ৪৮ ঘন্টার মধ্যে আসমাকে অপসারণ সহ ক্ষতিগ্রস্থদের ক্ষতি পুরন করার ব্যবস্থা করা সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
তা নাহলে পরবর্তী লাগাতার আন্দোলন ও কর্মসূচী গ্রহন করা হবে। বক্তাগন আরো বলেন, আসমা খাতুনের এত সব অপকর্ম ও দূর্নীতির আশ্রায় ও প্রশ্রায়দাতা প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আল.আবু দাউদ ঢালীও এসব কাজে জড়িত। তা নাহলে তিনি আ’লীগের দোসর মহিলালীগ নেত্রী আসমাকে অপসারন বা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে চুপচাপ প্রত্যেক অপকর্মকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন কেন? বক্তাগন প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
প্রসঙ্গত. আসমা খাতুন গকুলনগর গ্রামের শারিরিক প্রতিবন্ধিতা নারগিছ পারভীনের নামীয় অর্থ ইচ্ছাকৃতভাবে তার নিজস্ব মোবাইল নম্বর সরবরাহ না করে অন্যের নং ০১৯১০-২৬১৯৬৬ সরবরাহ করেছে। উল্লেখিত মুঠোফোনে ২০২১ সাল থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সমুদয় প্রতিবন্ধি ভাতা আসমার যোগসাজসে উত্তোলন করে আত্মসাত করেছেন। এমনিভাবে অর্ধশত বিভিন্ন ভাতাভোগী ব্যক্তির টাকা আত্মসাত করেছেন আসমা ও প্রশ্রায়দাতা স্বয়ং ইউপি চেয়ারম্যন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।