বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল হকের পদত্যাগ

আগের সংবাদ

শাম্মী-শোভার নেতৃত্বে ইবির খালেদা জিয়া হল কালচারাল সোসাইটি

পরের সংবাদ

আশাশুনির বড়দলে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ১০:৩৬ পূর্বাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ১০:৩৬ পূর্বাহ্ণ

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোয়ালডাঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদের সাফ কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বড়দল ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েতের সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক।

যুব বিভাগের ইউনিয়ন সভাপতি উমর ফারুকের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বাক্কার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ আাতাউর রহমান।

এসময় বড়দল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সিকান্দার আলী, বায়তুলমাল সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সমাজকল্যাণ সম্পাদক আঃ গফুর, শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ হাবিবুর রহমান, বড়দল ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মাওঃ মারুফ বিল্লাহ, উলামা বিভাগীয় দায়িত্বশীল হাফেজ রুহুল আমিন সহ ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়