মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় আড়াইঘন্টা চিকিৎসকেরা, রোগীদের ভোগান্তি

আগের সংবাদ

চৌগাছায় সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৭০ হাজার

পরের সংবাদ

ঝিকরগাছায় কৃষি প্রণোদনাসহ অনিয়ম দুর্নীতির তদন্ত জোরদাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫ , ৭:৫৯ অপরাহ্ণ

যশোরের ঝিকরগাছায় কৃষি প্রণোদনাসহ চাঞ্চল্যকর অনিয়ম দুর্নীতির তদন্তের জোর দাবি উঠেছে।সম্প্রতি ঝিকরগাছায় কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি প্রণোদনার বরাদ্দকৃত পৌনে ২কোটি টাকার প্রকল্প ঘিরে ব্যাপক অনিয়ম ও চাঞ্চল্যকর দুর্নীতির তথ্য ফাঁস হয়। এদিকে সরকারের খাদ্যনিরাপত্তা বেষ্টনীর ভিডব্লিউবি’র(প্রতিমাসে ৩০ কেজি চাল) সুবিধাভোগী হতদরিদ্রদের তালিকায় উঠে এসেছে বৃত্তশালীদের নাম। যাদের মধ্যে অনেকের রয়েছে পাকাবাড়ি,মোটরবাইক, ট্রাকের মালিক, প্রবাসী আয়, ঘরে সাজানো নামিদামি আসবাব ইত্যাদি। এসব গুরুতর অভিযোগের প্রেক্ষিতে অতিসাম্প্রতিক পুনঃর্তদন্তে পূর্বের তালিকা থেকে বাদ পড়েছে ৩০৭জন তথাকথিত সুবিধাভোগীর নাম। মাঠ পর্যায়ে পূর্বের তালিকা প্রণয়ণ ও যাচাই-বাছাইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। গুরুতর এসব অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ প্রতিবেদকের কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এদিকে ভিডব্লিউবির পাশাপাশি কৃষি প্রণোদনার অনিয়মের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত ও নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থবছরে ঝিকরগাছা উপজেলা কৃষি অফিস কর্তৃক এককোটি ৭৪লাখ টাকার সার-বীজসহ অন্যান্য প্রণোদনার নামে-বেনামে বিতরণ, একই পরিবারে ২/৩জন সদস্যসহ বারবার একই কৃষক ও তাদের পরিবারের মাঝে বিতরণ করার বিস্তর অভিযোগ উঠেছে।

বঞ্চিত প্রকৃত বেশ কয়েকজন কৃষকের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন স্থানীয় গণমাধ্যম কর্মীদের একটি প্রতিনিধি দল উপজেলার গঙ্গানন্দপুর, মাগুরা, শিমুলিয়া, গদখালী, পানিসারা, ঝিকরগাছাসদর,নাভারণ, নির্বাসখোলা, হাজিরবাগ, শংকরপুর ও বাঁকড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে সম্প্রতি দেয়া কৃষি পুনবার্সন সহায়তাখাত থেকে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে রোপাআমন প্রণোদনা কর্মসূচিতে ব্যাপক গোজামিল-গড়মিলের সত্যতার প্রমাণ মিলেছে । কৃষি বিভাগের প্রণীত তালিকায় থাকা কৃষকের নামের সাথে সুবিধাভোগীর নাম ঠিকানা ও ছবির অসংখ্য গড়মিল উঠে এসেছে তদন্তে।

রোপাআমন প্রণোদনা কর্মসূচির তালিকায় থাকা ঝিকরগাছাসদর ইউনিয়নের পদ্মপুকুর ব্লকের ছবির সাথে নাম ঠিকানার মিল না থাকা তালিকার ৬নং সুমন হোসেন, ৭নং মুনছুর আলী, ৮নং আবু তাহের, ৩৯ নং আনসার আলী, ৪০নং জানা, ৭৬ নং মনিরুজ্জামান, ৭১নং এনায়েত, ৮১ নাম্বারে ওবাইদুল, ৮২নাম্বারে সাহেব আলী, ৮৮নং মফিজুর রহমান, ১২০ নং আমির হোসেন, ১৩০নং শিমুল হোসেন উল্রেখযোগ্য। একই ঘটনা অন্যান্য ইউনিয়নের সুবিধাভোগী কৃষকের তালিকায় ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে ।

জানতে চাইলে সদ্য বিদায়ী কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এব্যাপারে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেন, ২০২৪-২৫ অর্থবছরের সার-বীজসহ বিতরণকৃত অন্যান্য প্রণোদনা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপকার ভোগীদের সঠিকতা যাচাই-বাছাইয়ের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে তদন্তপূর্বক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান. প্রশাসক/প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিবেদন দাখিলের জন্য চিঠি দেয়া হয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে সার ডিলারদের রিপোর্ট পাঠানো হয়েছে। প্রণোদনার তদন্ত প্রতিবেদন পেলে সেটাও দ্রুত পাঠিয়ে দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়