বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ পরিদর্শক

আগের সংবাদ

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

পরের সংবাদ

সাবেক মেয়রসহ আ.লীগের আরও ১২ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ২:৪৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৫ , ২:৪৬ অপরাহ্ণ

সাবেক এক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার (১৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের কিছু নেতাকর্মী গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা গোয়েন্দা হেফাজতে রয়েছে। যাচাই-বাছাই শেষে নাম ও পরিচয় জানানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়