যশোরে সড়ক দুর্ঘটনা: স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও ১ যাত্রী নিহত

আগের সংবাদ

ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

পরের সংবাদ

মোল্লাহাটে বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে হরতাল চলছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ২:২৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ২:২৮ অপরাহ্ণ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে মোল্লাহাটে তৃতীয় ধাপের হরতালের প্রথম দিন পালিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ হরতাল তিন দিন চলবে।

সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। হরতালের কারণে মোল্লাহাটে গণপরিবহনও স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন আংশিকভাবে চলাচল করেছে।

এদিন আয়োজিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বক্তব্য রাখেন। তিনি বলেন, “বাগেরহাটের ঐতিহ্যবাহী চারটি আসন কোনোভাবেই কমানো যাবে না। জনগণের ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে এবং প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়