রূপান্তর প্রতিদিন তৃতীয় বর্ষে পদার্পন উদযাপিত

আগের সংবাদ

চৌগাছায় জালিয়াতি করে ইটভাটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পরের সংবাদ

মোল্লাহাটে বাগেরহাটের চার সংসীয় আসনের দাবিতে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫ , ৮:২৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫ , ৮:২৮ অপরাহ্ণ

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলার সর্বদলীয় কমিটির ডাকে ৪৮ ঘণ্টার হরতাল চলছে।  বুধবার (১০ সেপ্টেম্বর ) সকাল থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত।

জেলার অন্যান্য স্থানের মতো মোল্লাহাট উপজেলাতেও সর্বাত্মকভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলতে দেখা যায়নি। অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল ছিল সীমিত। দোকানপাট আংশিক খোলা থাকলেও বাজারে ক্রেতা-সমাগম ছিল কম।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর টহল লক্ষ্য করা গেছে। তবে এ পর্যন্ত কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন, চার আসনের দাবিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়